বিএনপির মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

প্রকাশিতঃ 5:28 pm | July 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কালের আলো/এমডিএইচ