দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরেকজন গ্রেপ্তার

প্রকাশিতঃ 6:04 pm | June 30, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩০ জুন) ঢাকার দক্ষিণ মান্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি বলেন, লক্ষ্মীপুরের বাসিন্দা সোহাগ ঢাকার দক্ষিণ মান্ডা থেকে প্রতারণামূলক কার্যক্রম চালাতেন। এর আগে রোববার ওই চক্রের চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল দুদক।

গত ২৪ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেইসবুক পোস্টে বলেন, দুদক কর্মকর্তা পরিচয়ে এক চিকিৎসকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

ওই পোস্ট নজরে আসার পর দুদক জানায়, মামলা থেকে অব্যাহতির কথা বলে একটি চক্র প্রতারণা করে আসছে, যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই। হাসনাতের পোস্ট আমলে নিয়ে পুলিশ সুপার পদমর্যাদার একজন পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

এরই ধারবাহিকতায় রোববার পিরোজপুরের সেলিম, বাগেরহাটের তরিকুল ইসলাম, ঢাকার আতিক, নোয়াখালীর আব্দুল হাই ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে দুই দিনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুদক।

কালের আলো/এমডিএইচ