শাবনূরের সঙ্গে কোন নায়ককে বেশি মানায়?
প্রকাশিতঃ 2:44 pm | June 27, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ঢালিউডে শাবনূর ও রিয়াজ একসময় চলচ্চিত্রে জনপ্রিয় জুটি ছিলেন। সে সময় দুজনের প্রেমের গুঞ্জনও ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন আলাদা করে সংসারী হয়েছেন। এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি রিয়াজ-শাবনূর।
রিয়াজের আগে সালমান শাহর সঙ্গেই ছিল শাবনূরের জুটি। দারুণ সাড়া ফেলেছিলো এই জুটি। আজও দর্শক হৃদয়ে এই জুটির জন্য ভালোবাসা রয়েছে। ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পরই শাবনূর জুটি গড়েন নবাগত রিয়াজের সঙ্গে। রিয়াজ-শাবনূর জুটির প্রায় ৪০টির বেশি সিনেমা রয়েছে। টানা প্রায় দেড় দশকের বেশি সময় রিয়াজ-শাবনূর জুটি রাজত্ব করেছে। ২০১২ সালের পর রিয়াজ-শাবনূর দুজনই সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন। ফলে ভেঙে যায় দর্শক নন্দিত এই জুটি।
এখন রিয়াজ-শাবনূরের ভালো সম্পর্ক রয়েছে। একটি ভিডিও সাক্ষাৎকারে রিয়াজকে প্রশ্ন করা হয়েছিলো, শাবনূরের সঙ্গে কার বেশি মানায়। প্রশ্নে তিনটি অপশন ছিল, রিয়াজ, ফেরদৌস নাকি শাকিব খানের সঙ্গে।
রিয়াজ জবাব দেন, ‘‘শাবনূর অনন্যা। শাবনূরের সাথে পারফরমেন্সে প্যারালালি কাজ করার মতো একমাত্র নায়ক ছিলো সালমান শাহ। তার সঙ্গেই শাবনূরকে বেশি মানাতো।’’
শাবনূরের আবার সিনেমায় ফেরার কথা চলছে। এ বিষয়ে রিয়াজের অভিমত, শাবনূর অনেক দিন সিনেমা থেকে দূরে আছে। এই সময়ের মধ্যে বাংলা চলচ্চিত্রে অনেক পরিবর্তন এসেছে। সিনেমা যদি করতেই হয় তাহলে সে যেন স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে তারপরে সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেয়।
কালের আলো/এমডিএইচ