কলম্বিয়ার পার্বত্য এলাকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৮
প্রকাশিতঃ 1:58 pm | June 27, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
কলম্বিয়ায় ভূমিধসে ১৬ জন মারা গেছে। দেশটির অ্যান্টিওকিয়া বিভাগের পার্বত্য এলাকা মেডেলিন শহরতলি বেলোতে মঙ্গলবার এ ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হয়। বেলো পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয়দের এলাকাটি খালি করার জন্য সতর্ক করেছিল। এলাকাটিতে আরও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ বলেছেন, ভোরের আগে ঘটে যাওয়া ভূমিধসে ‘১০টিরও বেশি বাড়ি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গভর্নর আন্দ্রেস হুলিয়ান রেন্দন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানান, এই ঘটনায় ১৬ জন মারা গেছেন। নিখোঁজ আছেন আরও ৮ ব্যক্তি। ভূমিধসের পর স্থানীয় লোকজনদের এলাকাটি থেকে সরিয়ে নেওয়া হয়।
মেয়র গঞ্জালেজ জানান, ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে কর্মীরা। কলম্বিয়ার ওই অঞ্চলে প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে ভূমিধসের ঘটনা ঘটে।
কালের আলো/এসএকে