পরীক্ষার হলে শিক্ষার্থীরা, সন্তানের অপেক্ষায় বাইরে অভিভাবকরা

প্রকাশিতঃ 11:05 am | June 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের লিখিত অংশ, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। সন্তানদের পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাইরে সড়কে বসে অপেক্ষা করছেন অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত ঢাকা স্টেট কলেজের সামনে সকাল থেকেই ভিড় দেখা গেছে।

সকাল ৯টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। কারও সঙ্গে বাবা, কারও সঙ্গে মা, আবার কেউ এসেছেন মা–বাবা দুজনকে সঙ্গে নিয়ে। সকাল ১০টায় ঘন্টা বাজিয়ে শুরু হয় পরীক্ষা।অনেক অভিভাবককে ছাতা, হাতপাখা কিংবা পানির বোতলসহ দেখা যায়। কেউ কেউ খাতা-কলম নিয়ে বসে সময় কাটাচ্ছেন।

আবুল হোসেন নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আমি সাড়ে ৯টায় এসে পৌঁছেছি, ওকে নিয়ে বাসায় ফিরে যাব।

এই কেন্দ্রটিতে ঢাকা উদ্যান সরকারি কলেজ, কিশলয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট, আলহাজ মকবুল হোসেন কলেজ ও লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজার ৪৩৭ জন, মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে ৮৬ হাজার ৩০২ জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৩৭২ জন।

মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ বছর পরীক্ষা হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।

কালের আলো/এমডিএইচ