আকাশসীমা বন্ধ ঘোষণার সময় কাতারের পথে ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 9:39 am | June 24, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে কাতার। দেশটি যখন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম তখন কাতারের পথে ছিলেন।
লেবাননের একজন উপদেষ্টা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সালাম এখন বাহরাইনে আছেন।
হামলার বিষয়ে কাতার জানিয়েছে, ইরান ঘাঁটি লক্ষ্য করে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যার মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, ইরানের হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর আবার তা খুলে দিয়েছে কাতার। কাতারের আগে কুয়েত-বাহরাইনও নিজেদের আকাশসীমা খুলে দেয়।
অন্যদিকে, দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এশিয়ার শেয়ারবাজারও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী দেখা গেছে।
কালের আলো/এমডিএইচ