ইরানের হামলায় ইসরায়েলে একদিনে ১৩৭ জন আহত

প্রকাশিতঃ 4:07 pm | June 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মিসাইল হামলা চালিয়েছে ইরান। নতুন করে চালানো হামলায় অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তেহরান। যেগুলোর বেশ কয়েকটি সরাসরি বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের এই হামলায় আজ একদিনে ইসরায়েলে ১৩৭ জন আহত হয়েছেন।

ইসরায়েলি মেডিকেল সার্ভিস জানিয়েছে, মিসাইল যেসব জায়গায় আঘাত হেনেছে সেখান থেকে ১৩৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে তারা।

তবে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানি হামলায় এখন পযন্ত ৮৯ জন আহত হয়েছেন। যারমধ্যে তেলআবিব এবং উত্তরাঞ্চলে তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ বিস্ফোরণ এবং শার্পনেলের আঘাতে আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা, বিবিসি

কালের আলো/এসএকে