মঞ্জুর নেতৃত্বে জামায়াতের সংস্কারপন্থিদের নতুন দল
প্রকাশিতঃ 2:01 pm | April 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দলে সংস্কারের দাবি তুলে বহিষ্কার হওয়া মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি সংগঠনে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতারা। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে সংগঠনটির সমন্বয়কের কাজ করছেন মঞ্জু।
শনিবার(২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মঞ্জুর নেতৃত্বে এ রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নানা কানাঘুষার পর দলটির সংস্কারপন্থিদের এ রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ দৃশ্যপটে এলো।
মঞ্জু জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কারের আগে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, ‘আমাদের রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের দল।’
তিনি আরও বলেন, ‘পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচটি কমিটি তাদের কাজও শুরু করে দিয়েছে।’
১৯ দফা কর্মর্সূচির এই উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মঞ্জু।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর চাপে পড়া জামায়াতের মধ্যে একটি অংশ দলটিতে সংস্কারের দাবি তোলেন। এর মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক গত বছর একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ছেড়ে যাওয়ার পর তা আরও গতি পায়। রাজ্জাকের পর একই মত প্রকাশ করে বহিষ্কৃত হন মঞ্জুও।
তবে মঞ্জুর দাবি, তাদের এই উদ্যোগের সঙ্গে লন্ডনে থাকা রাজ্জাকের কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি দল গঠনের এই উদ্যোগের পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো মদদ নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
এই আইনজীবী দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে পেশাগতভাবে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।
কালের আলো/এমএইচএ