কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না, প্রশ্ন ফারুকের

প্রকাশিতঃ 4:09 pm | May 23, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনাকে কেন বসিয়েছিলাম। ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না।’

শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, ‘এই অস্থিরতার মূল হোতা কারা? কারা নির্বাচন পেছাতে চাচ্ছে। আপনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, জুলাইতে নির্বাচন হবে। রোডম্যাপটা দিলেই তো সবাই আপনার সঙ্গে বসতে পারতো। তাহলে কেন রোডম্যাপ এখনো দিলেন না? যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে এবং আপনাকে অস্থির করে তোলে এমন সংস্কার করবেন না।’

ফারুক বলেন, ‘গত পরশু দেখলাম দেড়শ লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি, যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা নষ্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।’

ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, অবিলম্বে খলিলুর রহমানসহ দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

কালের আলো/এএএন