ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে

প্রকাশিতঃ 12:33 pm | May 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

এর আগে এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে অংশ নিতে হলে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন- দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠক সঞ্চালনা করছেন। এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিল দলটি৷

দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করছে ঐক্যমত কমিশন।

কালের আলো/এএএন