জনারণ্যে অন্যরকম এক শহর
প্রকাশিতঃ 10:59 pm | April 25, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড় কোন রাজনৈতিক কর্মসূচি। জনপ্রিয় ইসলামিক স্কলার ড.মিজানুর রহমান আজহারীর মাহফিলের পর মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে পুনরায় সরগরম নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ। যেখানে প্রথমবারের মতো পা রাখলেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান। যিনি বিশ্ব ইসলামী সংগঠনের মজলুম নেতা হিসেবে পরিচিত। স্বভাবতই নিজ দলের সর্বোচ্চ নেতাকে নিজ জেলায় বরণ করে নিতে উন্মুখ ছিলেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। শুক্রবারের (২৫ এপ্রিল) এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে ময়মনসিংহে জামায়াত নিজেদের বিশাল সাংগঠনিক শক্তিমত্তার কথা জানান দিয়েছে। সার্কিট হাউজ মাঠের জনারণ্য রূপ নিয়েছে লাখো মানুষের জনসমুদ্রে। মাঠ পেরিয়ে আশেপাশের সড়কেও ছিল দলীয় নেতা-কর্মীদের ভিড়।
তবে কারও চোখে-মুখে ছিল না ক্লান্তির ছাপ। একেবারেই সুশৃঙ্খল এক কর্মসূচি। জনসমাগমের দিক থেকেও যা কেড়েছে সবার নজর। ঘনিয়ে আসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন বিশাল শোডাউনের মাধ্যমেই জামায়াত স্মরণ করিয়ে দিলো, ভোটের মাঠেও তাঁরা ফ্যাক্টর। এটি শুধু কথায় নয় কাজেই মিলেছে প্রমাণ।
এদিন সকাল ৮টার আগে থেকেই মিছিল নিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে দলীয় নেতা-কর্মীদের মিছিল। ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দান যেন হয়ে ওঠে সব পথের মিলনকেন্দ্র। হয়ে উঠেছিল দলীয় নেতা-কর্মীদের অন্তরের ঠিকানা ও আশ্রয়। প্রচলিত রাজনৈতিক ধ্যান-ধারণাকে ভেঙে দিয়ে নতুন চেতনা সঞ্চারিত করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দলীয় ও গোষ্ঠীগত বৃত্তের বাইরে সামগ্রিক জনকল্যাণের চিন্তা করেন তিনি। ময়মনসিংহের কর্মী সম্মেলন থেকেও তিনি দেশের মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
এই কর্মী সম্মেলন সফল করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াত। সার্কিট হাউজ মাঠের বিভিন্ন দিকে এলাকায় লাগানো হয় অসংখ্য মাইক। পাশাপাশি জেলাজুড়ে চলে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণ। সাধারণ মানুষ আমীরে জামায়াতের দিকনির্দেশনামূলক বক্তব্যে আশান্বিত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ধরণের ‘হাইভোল্টেজ’ কর্মসূচির অন্য রাজনৈতিক দলেরও যেন ঘুম ভাঙাতে সক্ষম হয়েছে জামায়াত। দলীয় নেতা-কর্মীরা এমন চাঙ্গা ও সতেজ মেজাজে নির্বাচনী পালেও লেগেছে নতুন হাওয়া। এই ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে তাঁরা ইতিবাচক ফল পেতে পারেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতোমধ্যেই জামায়াত ময়মনসিংহের সব ক’টি আসনে নিজেদের প্রার্থীতা ঘোষণা করেছে। জোর কদমে চলছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি। প্রতিটি আসনে ‘নেক এন্ড নেক ফাইট’ দিতে মরিয়া দলীয় প্রার্থীরা।
কালের আলো/আরআই/এমকে