যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, অতীতকে ভুলে যাবেন না: শিবির সভাপতি

প্রকাশিতঃ 2:26 pm | April 25, 2025

পঞ্চগড় প্রতিবেদক, কালের আলো:

যারা নতুন করে নতুন লেবাসে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন তারা মনে রাখবেন যে প্রজন্ম তৈরি হয়েছে তারা কখনো কোনো অন্যায়কে, কোনো ফ্যাসিবাদকে এবং কোনো জুলুমকে মেনে নেবে না। আপনারা ঐ অতীতকে ভুলে যাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে ‘স্মার্ট টুডে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ফ্যাসিবাদকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করছেন এবং ফ্যাসিস্ট নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। যে প্রজন্মের হাত ধরে বাংলাদেশে বিপ্লবের চেতনা ধারণ করেছি এই চেতনাকে খুব সহজে কেউ ম্লান করে দিতে পারবে না। এই প্রজন্ম অন্যায়কে কখনো সহ্য করতে পারে না।

শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। সব মানুষের অংশগ্রহণে আল্লাহতা’লা বাংলাদেশে একটি নবজাগরণের সুযোগ করে দিয়েছে। কিন্তু এখানে দুঃখজনক বিষয় হলো, অনেকের মাঝে আমরা এই বিপ্লবের প্রতিচ্ছবি দেখছি না। আগের মতো ফ্যাসিবাদী যে আয়োজন অথবা ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, যে প্রজন্ম তৈরি হয়েছে ২০২৪ ও ২৫ এ তারা অন্যায়কে কখনো সহ্য করতে পারে না।

জাহিদুল ইসলাম বলেন, যারা নতুন করে নতুন লেবাসে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইছেন মনে রাখবেন যে প্রজন্ম তৈরি হয়েছে তারা কখনো কোনো অন্যায়কে, কোনো ফ্যাসিবাদকে এবং কোনো জুলুমকে মেনে নেবে না। এরা সুপ্ত আগ্নেয়গিরির মতে। যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে। এ জন্য আপনারা যদি অদূরভবিষ্যতে এটা করেন তাহলে আপনাদের পরিণতি কিন্তু অতীতের ফ্যাসিবাদের মতো হবে।

কালের আলো/এএএন