বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১
প্রকাশিতঃ 2:01 pm | April 25, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিজানুরের বাবার নাম গোলাম মোস্তফা। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা করেন এসআই আল ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার ও এসআই রায়হানুল ইসলাম।
তিনি জানান, মিজানুর রহমান নামে একজনকে প্রশ্নপত্র সরবরাহ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা একটি মামলা হয়েছে থানায়। মিজানুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করেছে। পরে এ ঘটনায় শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এ বিষয়ে বার কাউন্সিলের পক্ষ থেকে মিথ্যা/বানোয়াট/ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃঢ়তার সাথে ঘোষণা করছে। সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলো।
কালের আলো/এএএন