পিএসএলে উদ্বোধনী দিনে ব্যর্থ তামিম, হেরেছে পেশাওয়ার

প্রকাশিতঃ 3:16 am | February 23, 2018

কালের আলো ডেস্ক:

ভিসা জটিলতায় মাহমুদউল্লাহদের সঙ্গে যেতে পারেননি তামিম ইকবাল। পিএসএলে দেরিতে হলেও ম্যাচের আগে ঠিকঠাক মতো পৌঁছেছেন পেশাওয়ার জালমির হয়ে খেলতে। যদিও উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তার ব্যর্থতার দিনে হেরেছে তার দল পেশাওয়ার। মুলতান সুলতানস জিতেছে ৭ উইকেটে।

টসে হেরে ব্যাট করতে নামা পেশাওয়ারের হয়ে ১১ রানে ফিরেছেন তামিম। চতুর্থ ওভারে ১১ বলে ২ চার মেরে ফিরে গেছেন। তাকে জুনায়েদ খানের তালুবন্দি করেন ইরফান।

তামিম না পারলেও মোহাম্মদ হাফিজের ৫৯ রানে ভর করে ৬ উইকেটে ১৫১ রানের সংগ্রহ দাঁড় করায় পেশাওয়ার। হাফিজের ৫২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। এছাড়া ঝড়ো গতির ২৯ রান করেন অধিনায়ক ড্যারেন স্যামি।

মুলতান সুলতানসের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন ইরফান। সাব্বির পেশাওয়ারে থাকলেও তাকে একাদশে নামায়নি তার দল।

জবাবে খেলতে নেমে মুলতান ১৯.১ ওভারে ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। কুমারা সাঙ্গাকারা ৫৭ রান করে জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে ৪২ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শোয়েব মালিক। এছাড়া ২১ রানে অপরাজিত ছিলেন কিয়েরন পোলার্ড।

কালের আলো/কেবি