ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন : অধ্যাপক মোর্শেদ
প্রকাশিতঃ 5:44 pm | April 10, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো গণহত্যাকে আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাদা দল এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সবাই ও কালো ব্যাজ ধারণ করেন।
এ সময় অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘আট বছর ধরে ফিলিস্তিনের জনগণকে অত্যাচার-নির্যাতন করে যাচ্ছে ইসরায়েল। তারা এটি করেই যাবে। এর বিরুদ্ধে আমাদের সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে। ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি।
তা না হলে এত অন্যায় ও অবিচার হওয়ার কথা নয়। সারা বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ থেকে ইসরাইলকে মোকাবেলা করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।’
সাবেক ঢাবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘২০২৩ সালের অক্টোবরে তাদের ধারণা ছিল তারা ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে। কিন্তু হামাস এবং হিজবুল্লার প্রতিরোধের মুখে আল্লাহর রহমতে এখনো তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে যে যে-ই ভাষা বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। ইসরায়েল ফিলিস্তিনকে জাতিগত নিধন করতে চায়। তাদের দর্শন হলো, এখন যদি শিশুদের হত্যা করা না হয় তাহলে তারা বড় হয়ে যুদ্ধ করবে।
সুতরাং ইসরায়েলকে তাদের ভাষায় জবাব দিতে হবে। আমার তো মনে হয় যুদ্ধ প্রয়োজন নেই। শুধু ওপেকভুক্ত দেশগুলো যদি তেল দেওয়া বন্ধ করে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে আসবে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে নয়, শিক্ষক হিসেবে এখানে এসেছি। যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে আমাদের সবারই এ বিষয়ে সামনে আসা উচিত। আমাদের যদিও করার কিছু নেই, কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েল যা খুশি করুক না কেন, তারা ফিলিস্তিনি জাতির কিছুই করতে পারবে না তারা জেগে থাকবে, টিকে থাকবে। ইসরায়েলের সাথে যেসব প্রতিষ্ঠানের ব্যবসা আছে তার সাথে আমাদের সম্পর্কচ্ছেদ করতে হবে। সব দেশ ও জাতিসংঘকে আহ্বান জানাচ্ছি এই নৃশংসতা বন্ধ করার জন্য।’
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাবির সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকরামুল হক, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রক্টর রফিকুল ইসলাম প্রমুখ।
কালের আলো/এসএকে