পণ্য নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে বন্দর, অন্যথায় ব্যবস্থা
প্রকাশিতঃ 10:38 am | March 01, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য বড় জাহাজ থেকে লাইটার জাহাজে বোঝাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে সেগুলোকে বন্দরসীমানা ছেড়ে নির্ধারিত গন্তব্যে চলে যেতে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
বন্দর কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনও কারণ ছাড়াই বন্দরসীমানার মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন পণ্য অবস্থান করে। যা পণ্য সরবরাহ ব্যবস্থায় ও সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলে।
এভাবে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র এবং জনস্বার্থবিরোধী। এ ছাড়া সীমিত এলাকায় এত অধিকসংখ্যক লাইটারেজ অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি সাপ্লাই চেইনও বিঘ্নিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরবচ্ছিন্ন চলাচলের জন্য পোর্ট লিমিট সব সময় প্রতিবন্ধকতামুক্ত রাখা জরুরি। লাইটার জাহাজসমূহের বন্দরসীমানায় এরূপ অনিরাপদ অবস্থান চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোডের সুস্পষ্ট লঙ্ঘন।
রোজায় পণ্যের সরবরাহব্যবস্থা অবিঘ্নিত রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে মালামাল লোডের ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজগুলোকে বন্দরসীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী। ফলে জারিকৃত আদেশ অমান্য হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের আলো/এমডিএইচ