আন্দোলন মাঠে লাপাত্তা বিএনপি, দু:চিন্তায় তারেক!

প্রকাশিতঃ 9:43 pm | February 19, 2018

আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, কালের আলো:

‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের কঠিন এ  দুর্দিনেও কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতেও সাঁড়া দিচ্ছে না দলটির ময়মনসিংহের নেতা-কর্মীরা। এ নিয়ে চরম দু:চিন্তায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফলে ভয় কাটিয়ে দলীয় নেতাদের আন্দোলনের মাঠে সরব করে তুলতে ময়মনসিংহ সফর করতে কেন্দ্রীয় নেতাদের দিক-নির্দেশনা দিয়েছেন লন্ডন প্রবাসী বিএনপির এ কর্ণধার। সোমবার এমন তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ও কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা।

দলীয় সূত্রমতে, খালেদা জিয়ার মুক্তি দাবীতে সারা দেশে কেন্দ্র ঘোঘিত বিএনপির শান্তিপূর্ন কর্মসূচী পালনের নির্দেশনা থাকলেও খোদ দলীয় প্রধানের মুক্তি আন্দোলনে সাঁড়া দেয়নি ময়মনসিংহ বিএনপির নেতারা। বিষয়টি তারেক রহমানকে বেশ ভাবিয়ে তোলেছেন। ফলে শান্তিপূর্ন আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের মাঠে ফিরিয়ে আনতে লন্ডন থেকে তারেক রহমান মুঠোফোনে কথা বলেছেন ময়মনসিংহ বিএনপির দ্বায়িত্বপ্রাপ্ত একাধিক নেতার সাথে।

সূত্রমতে, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে কমপক্ষে ২০টি। এসব মামলায় আসামি হয়েছেন প্রায় সহ্স্রাধিক নেতা-কর্মী। এবং গত এক সপ্তাহে ময়মনসিংহে গ্রেফতার হয়েছেন প্রায় শতাধিক নেতা-কর্মী। ফলে গ্রেফতার আতংকে আন্দোলন মাঠে লাপাত্তা বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।

একাধিক নেতার দাবি, তারেক রহমানের নির্দেশেই বিগত চারদিন যাবত ময়মনসিংহ বিএনপি নেতাদের আন্দোলনে সরব করতে দফায় দফায় দলীয় বৈঠকে ময়মনসিংহ ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির বিভাগীয় দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ফলে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হবার পর কেন্দ্র ঘোষিত বিএনপির বেশ কয়েকটি কর্মসূচী ময়মনসিংহে পালিত না হলেও গত ১৮ ফেব্রুয়ারী প্রিন্সের উপস্থিতিতে নিরবতা ভেঙ্গে প্রকাশ্যে এসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত হয়েছেন দলটির র্শীষ নেতারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খানের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী সফলভাবে পালনের জন্য সোমবার জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ময়মনসিংহ বিএনপির র্শীষ নেতাদের সাথে র্দীঘ বৈঠক করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ইতিমধ্যে দলীয় উপজেলা চেয়ারম্যানদের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ইনডোর প্রোগ্রামের অনুমতি নিয়েছেন বেশ কয়েকটি শর্তে।

বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন বলেন, তারেক রহমান আন্দোলন মাঠের সব বিষয়েই অবগত আছেন। তিনি বিভাগীয় সাংগঠনিক’সহ আমার সাথেও শান্তিপূর্ন কর্মসূচী পালনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এবং তাঁর নির্দেশেই আমরা আন্দোলনের মাঠে সরব আছি।

এবিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে শান্তিপূর্ন কর্মসূচী পালন তীক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষন করছেন তারেক রহমান। এ কারনেই তারেক রহমান দলের সকল সাংগঠনিক সম্পাদকদের সাথে কথা বলছেন। আমার সাথেও তিনি র্দীঘ সময় কথা বলে ময়মনসিংহের আন্দোলন সংগ্রাম, গুলি-টিয়ারসেল, গ্রেফতার, নির্যাতন ও মামলা-হামলা সর্ম্পকে খোঁজখবর নিয়েছেন। এবং শান্তিপূর্ন আন্দোলনে স্থানীয় প্রশাসনের কঠোর প্রতিবন্ধকতা বিষয়েও তিনি অবগত রয়েছেন।

প্রিন্স আরো জানান, ময়মনসিংহে আন্দোলন নেই কথাটি ঠিক নয়। অতীতের সকল কর্মসূচীই পালিত হয়েছে, তবে প্রশাসনের কঠোর প্রতিবন্ধকতার কারনে বিগত সময়ে মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি নেতারা। কারণ ময়মনসিংহে পুলিশ দলীয় কার্যালয় খুলতে দিচ্ছে না, বিক্ষোভ মিছিল সমাবেশে গুলি-টিয়ারসেল ছুড়ছে। তবে তারেক রহমানের নির্দেশেই আমি স্থানীয় নেতাদের সাথে কথা বলে শান্তিপূর্ন সকল কর্মসূচী পালনের চেষ্টা করছি।

 

কালের আলো/এএজে/ওএইচ

Print Friendly, PDF & Email