ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব: বুবলী
প্রকাশিতঃ 2:02 pm | February 14, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
আজ বিশ্ব ভালোবাসা দিবস। যদিও অনেকেই ভালোবাসা শব্দটিকে এই একটি দিনের মধ্যে বন্দি করতে নারাজ। অনেকে আবার ভালোবাসার জন্য একটি দিন বিশেষভাবে উদযাপন করাটা গুরুত্বপূর্ণই মনে করেন। সব মিলিয়েই আজ ভালোবাসার দিন, ভালোবাসা উদযাপন করার দিন।
এই ভালোবাসা একেকজনের কাছে একেক রকমভাবে সংজ্ঞায়িত হয়ে থাকে। এই যেমন চিত্রনায়িকা বুবলীর কাছে ভালো মানে হচ্ছে বিশ্বাস সম্মান আর বন্ধুত্ব।
ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে বুবলী বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।’
এই নায়িকা আরও বলেন, ‘আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায়।’
বুবলী বলেন, ‘আমরা সবাই নিজেদের মতো। কিন্তু আমরা কোথায় যেন ইদানীং প্রশংসা করা ভুলে যাচ্ছি। মানুষের প্রশংসা করাও ভালো আচরণেরই বহিঃপ্রকাশ।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুই সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। সিনেমা দুটিতে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ ও আদর আজাদ।
কালের আলো/এসএকে