পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
প্রকাশিতঃ 10:08 am | January 28, 2025

পঞ্চগড় প্রতিবেদক, কালের আলো:
হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থান থাকার কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল বাতাসের কারণে গোটা জেলা শীতের কবলে পড়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে অত্যন্ত কঠিন। তাপমাত্রার পারদ ওঠানামা করার ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা, যারা জীবিকার তাগিদে প্রতিদিন রোজগার করতে বাইরে বের হন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০দশমিক৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। তিন ঘণ্টা আগে, সকাল ৬টায় পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা একই ১০দশমিক৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০দশমিক১ ডিগ্রি সেলসিয়াস।
সকালে শহর ও গ্রামাঞ্চলে ঘন কুয়াশা এবং উত্তরের শীতল বাতাসের কারণে মানুষের চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শহর এবং গ্রামীণ সড়কগুলোতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষত খেটে খাওয়া মানুষদের জন্য এই পরিস্থিতি আরও বেশি কষ্টকর। ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষদের জন্য এই শীতের তীব্রতা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে তারা কাজে বের হতে বা বাইরে চলাচল করতে পারছেন না। এর ফলস্বরূপ, শীতজনিত রোগ যেমন জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। লোকজনের দাবি, শীতের শুরুতেই যদি গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, তবে তারা অনেক উপকৃত হবেন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা দিন দিন বেড়ে চলেছে, এবং এ পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার কারণে তীব্র শীত অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আজ (২৮ জানুয়ারি) সকালে তাপমাত্রা ১০দশমিক৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।’
স্থানীয় বাসিন্দারা শীতের এই কঠিন সময়ের জন্য সরকারের পক্ষ থেকে আরও সহায়তার আবেদন জানিয়েছেন, বিশেষত গরিব ও অসহায় মানুষের জন্য ত্রাণ বা শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন।
কালের আলো/এএএন/কেএ