খালেদার মুক্তি দাবিতে ময়মনসিংহে গণস্বাক্ষর অভিযান

প্রকাশিতঃ 12:40 am | February 18, 2018

পলিটিক্যাল করেসপন্ডেন্ট, কালের আলো :
দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ফায়ার সার্ভিস রোডস্থ সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেনের বাসায় এ কর্মসূচি করেন দলটির নেতা-কর্মীরা।

এ সময় সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, শহর বিএপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন বাবলু, জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, জেলা বিএনপি নেতা ফখরুল হাসান প্রমুখ।

এ কর্মসূচিতে প্রায় দুই হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

কালের আলো/পিকে

আরও পড়ুন : খালেদা জেলে, বিএনপি’র সেইসব নেতারা এখন কোথায়?

আরও পড়ুন :বিএনপি’র আবোল-তাবোল রিজভী!