রানআউটে শতকবঞ্চিত জয়সোয়াল, একই ভুল আবার করলেন কোহলি
প্রকাশিতঃ 2:09 pm | December 27, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৭৪ রানে অল আউট হওয়ার পর ব্যাট হাতে ভারতের শুরুটাই হয়েছে বাজে। পুল শট খেলতে গয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন রোহিত শর্মা। এরপর থিতু হয়েও লোকেশ রাহুল ইনিংস বড় করতে পারেননি। যশ্বসী জয়সোয়াল-বিরাট কোহলি বড় জুটি গড়ে দিনটা প্রায় পাড়ি দিয়েই ফেলেছিলেন, তবে শেষ বেলায় এলো ঝড়, সেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো সফরকারীদের সাজিয়ে তোলা ইনিংস।
দলীয় ৫১ রানে রাহুল ফেরার পর ক্রিজে জয়সোয়ালের সঙ্গী হন কোহলি। এর আগের ম্যাচগুলোতে অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। এ নিয়ে আলোচনাও হয়েছে বেশ। আজ তাই শুরু থেকেই সতক্ররক ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
অফ স্টাম্পের বাইরের বল গুলো ছেড়ে দিয়ে বেশ সাবলীলভাবেই ব্যাট করছিলেন কোহলি। ওপাশে জয়সোয়ালও ছিলেন ছন্দে। দুজন মিলে ভারতের স্কোরবোর্ডে রান বাড়িয়ে নিচ্ছিলেন। অজি পেসারদের সামলে জয়সোয়াল তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
দুজন মিলে খেলে দ্বিতীয় দিনটা প্রায় শেষ করেই দিয়েছিলেন। তবে একেবারের শেষবেলায় এসে পথ হারায় ভারত। ৪১ তম ওভারে স্কট বোল্যান্ডের পঞ্চম বলে চার মারেন জয়সোয়াল, এতে ভারতের রান হয় দেড়শ, কোহলির সঙ্গে জয়সোয়ালের জুটি হয় ১০০ রানের। এরপরের বলেই অনসাইডে শট খেলে পাগলাটে এক দৌড় দেন জয়সোয়াল, ওপাশে কোহলি তখন বলের দিকে তাকিয়ে। এদিকে জয়সোয়াল পিচের অর্ধেক পেরিয়ে গেছেন, এদিকে বল হাতে নিয়ে প্যাট কামিন্স ততক্ষণে সরাসরি থ্রো করেছেন, কামিন্সের থ্রো স্টাম্পে না লাগলেও অ্যালেক্স ক্যারি বল ধরে স্টাম্প ভাঙেন।
এই রান আউটে ৮২ রানে সাজঘরে ফিরতে হয় জয়সোয়ালকে। এদিকে জয়সোয়াল ফেরার পর কোহলিও আর নিজের ইনিংস বড় করতে পারেননি। আজ শুরু থেকেই অফ স্টাম্পের বাইরের বলে বেশ সতর্ক ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কোহলিকে ধরা পড়তে হয়েছে সেই অফ স্টাম্পের বাইরের বলেই।
বোল্যান্ডের করা বলটি ছিল ষষ্ঠ স্টাম্পে, কোহলি এবার আর বল ছাড়লেন না, খেললেন, তবে বল ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল উইকেটরক্ষক ক্যারির হাতে। এতে ৮৬ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরতে হয় কোহলিকে।
এদিকে জয়সোয়াল ফেরার পর ক্রিজে নাইটওয়াচম্যান হিসেবে এসেছিলেন আকাশ দীপ। কোহলি ফেরার পর তাকেও সাজঘরের পথ দেখান বোল্যান্ড। শেষ বেলার এই ঝড়েই ভারত দিনের খেলা শেষ করেছে ১৬৪ রানে ৫ উইকেট নিয়ে। দিনশেষে অপরাজিত আছেন রিশব পন্ত ও রবীন্দ্র জাদেজা।
কালের আলো/এএমকে