বনানী বস্তিতে আগুন
প্রকাশিতঃ 10:34 am | December 21, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বনানীর ২২ নম্বর বস্তিতে আগুন লেগেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার ভোর সাড়ে ৫টার পর এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট যোগ দেয়। তাদের প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টায় আগুন সম্পর্ণ নির্বাপণ হয়।’
তিনি বলেন, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’
কালের আলো/ডিএইচ/কেএ