Curacao lisansına sahip olan Bahsegel para çekme, kullanıcılarına güvenli işlem garantisi verir.
অমিতাভ সামনে আসতেই বদলে যায় রেখার নাচ
প্রকাশিতঃ 4:37 pm | December 10, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রেখাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে যেন এখনও চর্চা। বহু পুরোনো জল্পনা, জয়া বচ্চনকে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। সেখানে অমিতাভের সবচেয়ে চর্চিত প্রেমিকা ছিলেন অভিনেত্রী রেখা। যদিও দুই বর্ষীয়ান এই তারকা কখনোই সরাসরি তাদের সম্পর্কের কথা বলেননি। এরপরও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই কৌতূহলী অনুরাগীরা।
৭০ দশকে অমিতাভের সঙ্গে ‘সুহাগ’ ছবিতে অভিনয় করেছিলেন রেখা। সেখানে ‘ও শেরনওয়ালি’ গানে রেখা ও অমিতাভের রোম্যান্টিক মুহূর্ত নজর কেড়েছিল সবার। কীভাবে এত সুন্দর নাচ ফুটিয়ে তুলেছিলেন রেখা, তার জবাবে রেখা অনেকটাই অমিতাভের অবদান তুলে ধরেন।
সম্প্রতি কপিল শর্মার শো-য়ে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন রেখা। সেখানেই এক অনুরাগী ‘সুহাগ’ ছবির গানের সেই নাচ, নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেন, ‘দক্ষিণ ভারতীয় হয়েও কীভাবে ডান্ডিয়া খেললেন, এত সুন্দর গুজরাটি নাচ ফুটিয়ে তুললেন?’
জবাবে রেখা বলেন, ‘একবার ভাবুন, আমি যার সঙ্গে ডান্ডিয়া খেলছিলাম তার ব্যক্তিত্ব; আমাকে কিছু করার আগে অনেকটা পরিকল্পনা করতে হয়েছিল। এমনকি আমি ডান্ডিয়া খেলতেও জানতাম না।’
অমিতাভের নাম উল্লেখ না করেই রেখা তার প্রশংসা করেন। আরও বলেন, ‘তবে তিনি যখন আমার সামনে এসে দাঁড়ান, আমি এক মুহূর্তে নাচ শুরু করি।’
১৯৭৯ সালে মুক্তি পায় ‘সুহাগ’। মনমোহন দেশাই পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রেখা, অমিতাভ, শশী কাপুর, পারভিন বাবি, আমজাদ খানের মতো তাবড় অভিনেতারা। বক্স অফিসের সঙ্গে কলাকুশলীদের অভিনয় আলাদা করে জায়গা পেয়েছিল দর্শকমনে।
কালের আলো/এএমকে