চলছে ডাকসু নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণা
প্রকাশিতঃ 6:37 pm | March 08, 2019

ঢাবি প্রতিবেদক, কালের আলো:
আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের হাওয়া প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজেদের প্রচারে ব্যস্ত সময় পাড় করছেন।
আরো পড়ুন:
ডাকসু নির্বাচনেও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ
ডাকসু নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা ডিজিটাল প্রচারণা চালাচ্ছেন বেশ জোরে-সুরে। কেউ কেউ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভেও আসছেন। ফেসবুকের ওয়াল ছেয়ে আছে প্রার্থীদের বিভিন্ন ডিজাইনের ব্যানার পোস্টারে।
বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন সবাই। অনেকে সাধারন ভোটারদের প্রশ্নের উত্তরও সরাসরি দিচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে গোটা ক্যাম্পাস এখন সরগরম। প্রার্থীরা ভোট চাইছেন ক্যাম্পাস ও হলসহ সর্বত্র।
এদিকে ডাকসু নির্বাচন ২০১৯, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস নির্বাচন পরিচালনার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত শোভন-রব্বানী-সাদ্দাম পরিষদের প্রার্থীদের পক্ষে নিজেও প্রচারনা চালাচ্ছেন।
বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সন্জিত চন্দ্র দাস কালের আলোকে বলেন, “আগামী ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন। বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত শোভন-রাব্বানী-সাদ্দাম পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে চেষ্টা করছি ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার, তাদের ম্যান্ডেট নিয়ে কাজ করার। আমার বিশ্বাস সাধারন ছাত্র-ছাত্রীরা দেশরত্ন সেখ হাসিনার উপর আস্থা রেখে এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।”

ডাকসুতে ২৫টি পদে এবং হল সংসদগুলোতে ১৩টি করে পদে নির্বাচন হচ্ছে।
এবার নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন। এর মধ্যে ভিপি পদে ২১, জিএস পদে ১৪ এবং এজিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১, সাহিত্য সম্পাদক পদে ৮, সংস্কৃতি সম্পাদক পদে ১২, ক্রীড়া সম্পাদক পদে ১১, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০, সমাজসেবা সম্পাদক পদে ১৪ এবং ১৩টি সদস্যপদে ৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছিলেন, ডাকসু ঘিরে ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে।
এছাড়াও নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
কালের আলো/এপিএস/এমএইচএ