৭ মার্চে ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

প্রকাশিতঃ 1:23 pm | March 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নগরীর শিববাড়ীস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তারা।

পরে দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ছাত্রলীগের নেতারা। আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের নানাবিধ দিক তুলে ধরেন।

জেলা ছাত্রলীগ নেতা আবু রায়হান সানির সভাপতিত্বে ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগ নেতা মো. কামরুল ইসলাম, মাহমুদুল হাসান রাজিব, শাকিল উদ্দিন রাব্বি, ইমরান হোসেন রনি, মহানগর ছাত্রলীগ নেতা তাফসিরুল আলম রাহাত, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ হুসাইন টিপু, ওয়াহিদুর রহমান সবুজ প্রমুখ। এসময় জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ ওএইচ