গোপালগঞ্জ জামায়াতে আমির বললেন, বাধা দিলে প্রতিরোধ
প্রকাশিতঃ 11:46 pm | October 19, 2024
গোপালগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্য দিয়ে এবার প্রকাশ্যে এলো জামায়াতে ইসলামী। শনিবার (১৯ অক্টোবর) উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে কোটালীপাড়া জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে মাদ্রাসার হলরুমে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. সোলায়মান গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি আব্দুল হামিদ, জেলা শাখার আমির রেজাউল করিম এবং উপজেলা শাখার সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ।
সমাবেশে উপজেলার পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম অংশ নেন। এতে আমির মো. সোলায়মান গাজী বলেন, ‘এতদিন আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড গোপনে অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ চালিয়ে যাবো। কেউ বাধা দিতে এলে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে।’
প্রসঙ্গত, গত ১৬ বছর ধরে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীকে প্রকাশ্যে কোনও সভা-সমাবেশ করতে দেখা যায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে এসে দলীয় কর্মসূচি ঘোষণা করলেন সংগঠনের নেতারা।
কালের আলো/ডিএইচ/কেএ