১৫ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত, যান চলাচল স্বাভাবিক

প্রকাশিতঃ 9:13 pm | October 19, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা তাদের দাবি পূরণে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। সাড়ে ৩টায় একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে প্রেস সচিবের সঙ্গে কথা হয়। এরপর সাড়ে ৪টায় শাহবাগ মোড়ে এসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি আপাতত স্থগিত করেন।

আন্দোলনকারীরা জানান, ১৫ দিনের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ দেখা না গেলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এরপর তারা শাহবাগ মোড় ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি আনিসুর রহমান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দেখা হয়নি। তবে তার প্রেস সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমাদের সমস্যা সমাধানের জন্য একটি আলাদা সংস্কার কমিশন করবে, আর নয়তো যে সংস্কার কমিশন আছে তার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের দাবি আদায়ে অনড়। আমরা তাদের ১৫ দিনের আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি দাবি আদায়ে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

কালের আলো/ডিএইচ/কেএ