আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হলেন সাইমুম রেজা
প্রকাশিতঃ 3:49 pm | October 07, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে মো. সাইমুম রেজা তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ( ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ