ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন ১ মার্চ

প্রকাশিতঃ 8:22 pm | February 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস তার কাজে যোগ দিতে আগামী ১ মার্চ ঢাকায় আসছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের ঢাকা মিশন তথ্য নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় আসার পর রাষ্ট্রপতির ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশের পরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এর আগে ঢাকায় ভারতীয় সংস্কৃত মিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন রিভা গাঙ্গুলি দাস।

রিভা গাঙ্গুলি দাস সদ্য বিদায় নেওয়া হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন। হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকার দায়িত্ব শেষে এখন ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রে কাজ করছেন।

কালের আলো/এডি/এমএইচএ