অগ্নিকাণ্ডে সরকারকে জবাবদিহি করতে হবে : ড. কামাল
প্রকাশিতঃ 7:38 pm | February 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে।
মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শোকসভার আয়োজন করে গণফোরাম।
ড. কামাল বলেন, সরকার নিজেদের কীভাবে নির্বাচিত দাবি করে? মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে। তাই জনগণের অধিকারের কোনো মূল্য তাদের কাছে নেই।
এ কারণেই আদালতের আদেশের পরও গত নয় বছরেও নিমতলী আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, কেন এগুলো বাস্তবায়ন হয়নি তা জনগণকে জানানো হোক। একই সঙ্গে গত নির্বাচনে কীভাবে সরকার নির্বাচিত হয়েছে তাও জনগণকে জানানোর দাবি করেন তিনি।
শোক সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।
কালের আলো/এমএইচএ