বন্যার্ত ৪ হাজার ৭৭৬টি পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে বিজিবি

প্রকাশিতঃ 10:13 pm | August 30, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বন্যার্তদের মুখে হাসি ফুটাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানবিক তৎপরতা অব্যাহত রেখেছে। শুক্রবারও (৩০ আগস্ট) তাঁরা ৪ হাজার ৭৭৬টি পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে ২ হাজার ৩৫০ জন রোগীকে।

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, এদিন বন্যাদুর্গত ফেনী সদরে ২০০টি, ফুলগাজীতে ৫০০টি, পরশুরামে ৮৯৫টি, ছাগলনাইয়ায় ২০০টি, সোনাগাজীতে ৭০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদরে ৮০০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ৭০০টি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০০টি, খাগড়াছড়ির রামগড়ে ২৪১টি এবং রাঙামাটির বরকলে ৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরাম সুবার বাজারে ৬১০ জন ও সীমান্ত এলাকায় ৫৪০ জন, দাগনভূঁঞায় ৫৮০ জন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে ৬২০ জনসহ মোট ২ হাজার ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে ২৫০ প্যাকেট প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে।

কালের আলো/এমএএইচ/ইউএইচ