দু:সময়ে বন্যার্তদের চিকিৎসা সেবায় নৌবাহিনীর ফিল্ড হাসপাতালে সাড়া

প্রকাশিতঃ 8:54 pm | August 29, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ভয়াবহ বন্যায় ফেনীতে তলিয়ে গেছে হাসপাতালও। ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা। একের পর এক হাসপাতালে দৌড়ঝাঁপ করেও রোগীর স্বজনরা নিশ্চিত করতে পারছে না স্বাস্থ্যসেবা। বন্যার পানিতে চলাফেরা করার কারণে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসিরা। বেড়েছে চর্মরোগ, পেটের পীড়া, জ্বর, আমাশয় ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এমন দু:সময়ে বন্যাদুর্গতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী।

নিজেদের উদ্যোগে জেলার ফুলগাজী উপজেলায় স্থাপন করেছে ৩০ শয্যার একটি অস্থায়ী ‘ফিল্ড হাসপাতাল’। এখানে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রতিনিয়ত সেবা দিয়ে চলেছে ইনডোর ও আউটডোরে। এটি বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করছে।

জানা যায়, গত মঙ্গলবার (২৭ আগস্ট) বন্যা কবলিত ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণকালে বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন, খোঁজ-খবর নেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ওইদিন তিনি ফুলগাজী মহিলা কলেজ সংলগ্ন নিজ বাহিনীর ‘ফিল্ড হাসপাতাল’ পরিদর্শন করেন, ছুটে যান চিকিৎসাধীনদের কাছেও। চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর ৩০ শয্যার অস্থায়ী ফিল্ড হাসপাতালে এরই মধ্যে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে।

আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিদিনই বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে।

কালের আলো/এমএএএমকে