পরিস্থিতি তৈরি হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

প্রকাশিতঃ 6:59 pm | August 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিমানে ফ্লাই করার মতো পরিস্থিতি তৈরি হলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অসুস্থ, ফ্লাই করার মতো পরিস্থিতি হলে মেডিকেল বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপর বিদেশে নেওয়ার ব্যাপারে জানানো হবে।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে।

কালের আলো/ডিএইচ/কেএ