নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি: এনসিটিবি চেয়ারম্যান

প্রকাশিতঃ 11:17 pm | August 10, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) তিনি এ কথা জানান।

ফরহাদুল ইসলাম বলেন, নতুন কারিকুলাম স্থগিতের বিষয়টি আসলে সঠিক নয়। আমরা বগুড়ায় অনুষ্ঠেয় একটি কর্মশালা স্থগিত করেছি।

অন্তর্বর্তী সরকার গঠনের দুদিন পর গুজব ছড়ায় নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে এনসিটিভির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স) প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়। তবে আগামী রোববার (১১ আগস্ট) থেকে বগুড়ায় অনুষ্ঠেয় শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ 

Print Friendly, PDF & Email