দৈনিক দেশ রূপান্তরে হামলা

প্রকাশিতঃ 8:03 pm | August 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে হামলা করেছে দুষ্কৃতিকারীরা। ভবনটিতে থাকা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অফিসেও হামলা হয়েছে। দুষ্কৃতিকারীরা ভবনটির চার তলা পর্যন্ত গিয়ে হামলা, ভাঙচুর করেছে এবং নিচ তলায় আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ভবন কর্তৃপক্ষ।

রবিবার (৪ আগস্ট) পৌনে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, হামলাকারীরা আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া ভবনের নিচ তলাসহ একাধিক ফ্লোরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি পাভেল হায়দার চৌধুরী বলেন, ‘হামলাকারীরা ভবনের বিভিন্ন ফ্লোরে হামলা ও ভাঙচুর করেছে। ভবনের চার তলায় অবস্থিত আমাদের পত্রিকা অফিসেও আক্রমণ করেছে। আমরা আতিঙ্কিত হয়ে ভবনের এক্সিট সিঁড়ির দরজা লাগিয়ে অবস্থান করছিলাম। ঘটনার পৌনে এক ঘণ্টা পরে পুলিশ এসে দৃষ্কৃতিকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কালের আলো/এমএএইচ/ইউএইচ

Print Friendly, PDF & Email