বোটানিক্যাল গার্ডেনের বাড়তি প্রবেশ ফি পুনর্বিবেচনা করা উচিত: পরিবেশমন্ত্রী

প্রকাশিতঃ 3:43 pm | July 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, এটি পুনর্বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন এ উদ্যানে প্রবেশের বর্ধিত ফি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।

প্রবেশ ফি বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে গত ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। আর এর চেয়ে কম বয়সীদের জন্য প্রবেশে ফি দিতে হবে ৫০ টাকা।

পরিবেশ মন্ত্রী বলেন, ২০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ১০০ টাকা করা আমার কাছে মনে হয় অযৌক্তিক। বিষয়টি আমার নজরে এসেছে।

তবে এখানে রাজস্ব আদায়ের একটি বিষয় আছে। অর্থ মন্ত্রণালয় আমাদের টার্গেট দিয়ে থাকে। সেজন্য বাড়ানো হয়েছে। তবে আমরা এটি দেখব। জানি না কতটুকু সম্ভব হবে।

বোটানিক্যাল গার্ডেনের ‘খুব বাজে পরিবেশ‘ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, আমরা জানি। এ বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/কেএ