ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা

প্রকাশিতঃ 4:18 pm | April 13, 2024

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

গাজা যুদ্ধ ক্রমেই বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধ। ইরানের সরাসরি হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি মালিকিয়াহ সাইটে আর্টিলারি শেল ও রকেট হামালা চালানো হয়েছে। এতে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

দখলদারদের আল-মারজ সাইটেও হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রকেট দিয়ে এই হামলা করা হয়।

লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত কাফারচৌবা গ্রামের রুওয়াইসাত আল-আলম ও আল-সামাকা সাইটে আর্টিলারি শেল নিক্ষেপ করেছে।

তারা বেশ কয়েকটি রকেট দিয়ে কারান্তিনা হিল ফাঁড়িতে আঘাত হানে। তাছাড়া রামোত নাফতালি মোশাভে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি।

এদিকে দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যেকোনো সময় সরাসরি ইসরায়েলের মটিতে হামলা চালাতে পারে।

এ অবস্থায় নিজ নাগরিকদের ইসরায়েল, ফিলিস্তিন ও লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। এদের মধ্যে রয়েছে ভারত, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও।

সূত্র: প্রেস টিভি

কালের আলো/এমএইচইউআর

Print Friendly, PDF & Email