ঈদের ঘরমুখো মানুষের ব্যস্ত সড়কে প্রাণ গেল ৬ জনের

প্রকাশিতঃ 3:09 am | April 07, 2024

 

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঈদের ঘরমুখো মানুষের ব্যস্ত সড়কে থেমে নেই দুর্ঘটনা। গতকাল শনিবারও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এরমধ্যে সকালে বগুড়া সদরের নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া হাইস্কুল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

দুপুরে সীতাকুন্ডে রাস্তা পরাপারের সময় লেগুনাচাপায় এক নারী নিহত হয়েছেন। জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আব্দুল নামে এক ভ্যানগাড়ি চালক প্রাণ হারিয়েছেন।

বগুড়ায় কার-বাসের সংঘর্ষে নিহত ৪ : বগুড়া সদরের নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া হাইস্কুল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া, চেইন মাস্টার আলমগীর হোসেন ও অজ্ঞাত পরিচয়ের ১ জন। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়াগামী একটি বাসের সঙ্গে নওগাঁগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হান্নান ও আলমগীর মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক ফাইনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান ও অজ্ঞাত পরিচয়ের আরেকজন বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে মারা গেছেন।

সীতাকুন্ডে লেগুনাচাপায় নারী নিহত : অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে লেগুনাচাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম রোকসানা আক্তার ওরফে পারুল আক্তার (৩০)। গতকাল শনিবার বেলা সোয়া ১১টায় পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মরিয়ম বেগম নামে আরেক নারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে পৌর সদরের দক্ষিণ বাইপাস (মডার্ন হাসপাতালের সামনে) এলাকায় দুই নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকসানা আক্তারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মরিয়ম বেগম। আহত মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লেগুনাটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত : জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আব্দুল মোতালেব (৫০) নামের এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোতালেব। তিনি বকশিগঞ্জ পৌর শহরের টালিয়াপাড়া এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বকশিগঞ্জ বাজার থেকে পৌর শহরের নয়াপাড়া এলাকার দিকে যাচ্ছিলেন ভ্যানচালক। উপজেলা চত্বরে পৌঁছলে হঠাৎ করেই একটি কাভার্ডভ্যানের পেছনের দরজা (ডালা) খুলে ভ্যানচালকের মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, কাভার্ডভ্যানের পেছনের দরজার লক করা ছিল না হয়তো। হঠাৎ করে দরজা খুলে ভ্যানচালকের মাথায় ও বুকে আঘাত লাগে। পরে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটিসহ চালক আটক আছে।

কালের আলো/জিকেএম/এসবি