বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা
প্রকাশিতঃ 11:25 pm | March 26, 2024

কালের আলো ডেস্ক:
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি।
ওই বিবৃতিতে বলা হয়, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তার এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বৈচিত্র্যময় বিভিন্ন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মাধ্যমে বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুণগত বিবর্তনের বিষয় তুলে ধরেছেন দ্রৌপদী মুর্মু।
“এবং দুই দেশের নেতৃত্ব দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।”
কালের আলো/ডিএস/এমএম