কালরাত স্মরণে সোমবার সারাদেশে ১ মিনিট ‘ব্ল্যাক আউট’

প্রকাশিতঃ 6:39 pm | March 23, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতের স্মরণে আগামী সোমবার (২৫ মার্চ) রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাঙালি জাতির ওপর অপারেশন সার্চলাইটের নামে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের ওপর। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দিতে সেই রাত থেকেই শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা পরে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

২৫ মার্চ রাতে সেনা অভিযানের শুরুতেই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে হানাদার বাহিনী। এর এক দিন আগেই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাঙালি জাতির প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু।

কালের আলো/এমএইচইউআর