ঢাকা-উত্তরবঙ্গ রেলযোগাযোগ স্বাভাবিক
প্রকাশিতঃ 8:15 am | March 19, 2024
কালের আলো ডেস্ক:
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মার্চ) রাত ২টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্ষতিগ্রস্থ বগি রেল প্রকল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেনটি দুর্ঘটনার পর প্রথমে বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর ক্ষতিগ্রস্থ বগি ক্রেন দিয়ে ওপরে তুলে লাইনে তোলা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেটা এখনই সঠিক করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
এরআগে, সোমবার রাত ৯টায় দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
কালের আলো/এমএইচ/এসবি