বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সঙ্গে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 11:54 pm | March 17, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরা চেয়ারম্যানের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তারা পায়রা বন্দরের উন্নয়ন ও বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।

কালের আলো/ডিএস/এমএম