প্রতিটি বাঙালির হৃদয়ে খচিত বঙ্গবন্ধু’র নাম : পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
প্রকাশিতঃ 10:17 pm | March 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু’র নাম প্রতিটি বাঙালির হৃদয়ে খচিত বলে মনে করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মহান জাতির পিতার দূরদূর্শী নেতৃত্বে বিশ্বের মানচিত্রে অঙ্কিত হয় স্বাধীন বাংলাদেশের নাম। মাত্র ৫৫ বছরের মহাজীবনে দেশের গণ্ডি ছাড়িয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন বিশ্ব নেতাদের কাতারে।’
রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পায়রা বন্দরের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন ও জাতীয় শিশু দিবস বিষয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিয়েছেন স্বাধীন বাংলাদেশের মানচিত্র। শোষণের বিরুদ্ধে সোচ্চার মুজিবের বলিষ্ঠ কণ্ঠে বারবার ধ্বনিত হয়েছে মানবতার মহাকাব্য।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল ও উন্নয়ন সদস্য কমডোর রাজীব ত্রিপুরা, হারবার এন্ড মেরিন সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসেন, ডিআইএসএফ’র প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মুনিরুজ্জামান, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মাহমুদুল হাসান খান, পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমেদ প্রমুখ।
পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। টানা দু’দিন বন্দরের প্রশাসনিক ভবন ও প্রধান ফটক আলোকসজ্জা থেকে শুরু করে ১৭ মার্চ সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কালের আলো/এমকে/আরআই