চলমান প্রকল্প অল্প টাকায় শেষ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 7:49 pm | March 12, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান যেসব প্রকল্প আছে, অল্প টাকায় শেষ করতে পারলে সুফল মিলবে। চলমান যেসব প্রকল্প আছে সেগুলো দ্রুত করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা বিভাগের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় একথা বলেন তিনি।

এদিন সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) ১৮ হাজার কোটি টাকা কমানোর বিষয়টি অনুমোদন হয়। সে বিষয়ে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী অল্প টাকার মধ্যে প্রকল্প শেষ করার তাগিদ দেন।

মন্ত্রণালয়ের অনুকূলে দেওয়া বরাদ্দের অর্থ ব্যয় করতে না পারায় কাটছাঁটের পর আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চলমান যে সব প্রকল্প আছে অল্প টাকায় শেষ করতে পারলে সুফল মিলবে। সেগুলো দ্রুত করতে হবে। চলমান প্রকল্পের কাজগুলো মনিটরিং করার তাগিদও দেন তিনি। পাশাপাশি প্রকল্পের খরচ এবং সময় যেন না বাড়ে সেই দিকে নজর দিয়ে কাজ শেষ করতে বলেছেন সরকারপ্রধান।

বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া যেসব প্রকল্প অল্প বরাদ্দ শেষ করা যাবে, সেগুলোকে বরাদ্দ নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মনিটরিং বাড়াতে মন্ত্রী ও সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া। এ ক্ষেত্রে কোনো কোনো মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে এবং যারা খরচ করতে পারেনি তাদেরও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানায়, সব মন্ত্রণালয় সময় মতো বরাদ্দ করা অর্থ খরচ করতে পারছে না। ফলে এডিপির বাস্তবায়নে প্রত্যেকবারই ব্যয় কমানো হচ্ছে। মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। যা টাকার অঙ্কে ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১৫ দশমিক ৪৭ শতাংশ। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা।

কালের আলো/এমএইচ/এসবি