নারী ভিআইপি সেলে থাকবেন খালেদা জিয়া
প্রকাশিতঃ 5:15 pm | February 08, 2018
স্টাফ রিপোর্টার | কালের আলো:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজা ঘোষণার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, তাকে জেলখানার ডে-কেয়ার সেন্টারের নারী ভিআইপি সেলে রাখা হবে।
যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের একটি বড় দলের চেয়ারপারসন, সে কারণে জেলকোড অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর সব সুবিধা পাবেন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান খালেদার মামলার রায় ঘোষণা করেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুরান ঢাকার কারাগারে নেয়া হয়।
রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলার আসামি তারেক রহমানসহ অন্যদের দশ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।