আরও ৬ মাস বেবিচক চেয়ারম্যান পদে মফিদুর

প্রকাশিতঃ 5:55 pm | December 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুরুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাস বৃদ্ধি করা হলো।

২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

কালের আলো/এসবি/আরকে