রোহিঙ্গা ইস্যুর সমাধানে অনেক কাঠ-খড় পোড়াতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 8:51 pm | January 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রোহিঙ্গা ইস্যুর সমাধানে অনেক কাঠ-খড় পোড়াতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি সহজে সমাধান হবে না। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে।’ সোমবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান নিয়ে আমি একটি স্টাডি করতে বলেছি। এই গবেষণা থেকে রোহিঙ্গাদের কারণে আমাদের দেশের সামাজিক, আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় কী কী প্রভাব পড়েছে তা জানার চেষ্টা করা হবে।’

আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব আছে। রোহিঙ্গা ইস্যু জিইয়ে থাকলে ভারত-চীনসহ সবার স্বার্থ ব্যাহত হবে।’

রোহিঙ্গা ইস্যুতে বর্তমানে ভারত ও রাশিয়া বেশ ইতিবাচক বলেও জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে চীনসহ কয়েকটি দেশের বিরোধিতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে ভারতে যাবেন জানিয়ে এ.কে আব্দুল মোমেন বলেন, ‘ভারত থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই প্রথম সফরে আমি ভারতে যাবো।’

Print Friendly, PDF & Email