আমি ইসলামবিরোধী নই কিংবা প্রচারকও নই: ফারুকী

প্রকাশিতঃ 12:06 am | January 14, 2019

কালের আলো ডেস্ক:

এ বছরের মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ছবির একটি ‘শনিবার বিকেল’। জাহিদ হাসান, ইরেশ জাকের, তিশাসহ জনপ্রিয় তারকারা এতে অভিনয় করেছেন। ছবির কিছু স্থিরচিত্র দিয়ে অনলাইনে কিছু মানুষ নানা ব্যাখ্যা দিচ্ছেন। এইসব বিভ্রান্তির ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফেসবুকে রবিবার বিকেলে ফারুকী লিখেছেন, আমি ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবো না, যেমনটা চলছে চলুক। কিন্তু এখন মনে হচ্ছে দাবানলের চেয়েও বিভ্রান্তি দ্রুত ছড়ায়। ‘শনিবার বিকেল’ ছবির বিষয়ে অনলাইনে যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে তার বিষয়ে আমাদের অফিসিয়াল বিবৃতি ‘ছবিয়াল’ পেজে দেখুন।

তার সঙ্গে আরও বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমি ইসলামবিরোধী নই কিংবা প্রচারকও নই। আমি শুধুই একজন নির্মাতা। ছবি না দেখেই কাউকে ইসলামবিরোধী বলা কিংবা তার বিচার চাওয়া বিজ্ঞের কাজ হতে পারে না। ধন্যবাদ।

কালের আলো/ওএইচ