সেমিফাইনালে দুই দলেরই অপরিবর্তিত একাদশ

প্রকাশিতঃ 2:33 pm | November 15, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছিলেন ড্যারিল মিচেল। তার ১৩০ রানের দুর্দান্ত ইনিংসও বিপলে যায়। বিরাট কোহলির ৯৫ রানের ওপর ভর করে ভারত ম্যাচ জিতে নেয় ৪ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক হয়েছিলেন মোহাম্মদ শামি।

গ্রুপ পর্বের ওই ম্যাচে কিউই শিবিরে ছিলেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে তিনি ছিলেন দলের বাইরে। ওই ম্যাচের নেতৃত্বে ছিলেন টম ল্যাথাম।

তবে সেমিফাইনালের লড়াইয়ে ঠিকই কিউইদের নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। রোহিত শর্মার সঙ্গে টস করতে নেমেছেন তিনিই। যদিও টস জয় করেছে ভারত এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত।

টসের সময়ই দুই অধিনায়ক জানিয়ে দিলেন, তাদের একাদশে কোনো পরিবর্তন নেই। অর্থ্যাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে তারা, সেই একাদশ নিয়েই মাঠে নামছে সেমিফাইনাল খেলার জন্য।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল সান্তনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email