দিনাজপুরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাকে আগুন

প্রকাশিতঃ 11:01 am | November 13, 2023

কালের আলো প্রতিবেদক:

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে দিনাজপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ নভেম্বর) ভোরের দিকে দিনাজপুর শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ট্রাকটি রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই অবস্থায় পার্কিং করে রাখা ছিল। সোমবার ভোর ৫টায় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এসময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহতের ঘটনা ঘটেনি।

দিনাজপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই করা ট্রাকে অজ্ঞাত কয়েকজন আগুন দিয়েছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি।

কালের আলো/ এসএমআর

Print Friendly, PDF & Email